
প্রকাশিত: Sat, Jan 21, 2023 5:44 PM আপডেট: Tue, Apr 29, 2025 2:35 PM
যারা স্যান্ডেল পরতে পারতো না, দুর্নীতি করে আজ তারা গাড়ি চালাচ্ছে: মির্জা ফখরুল
আবু বক্কর: বিএনপি মহাসচিব বলেন, সরকারি দলের নেতারা নিজেদের নিয়ে ব্যস্ত। যার একতলা বাড়ি ছিল না, তারা ১০ তলা বাড়ি করেছে। যারা স্যান্ডেল পরে বেড়াতে পারতো না, তারা আজ গাড়ি চালাচ্ছে। সারা দেশের চিত্র এটা। হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে ঋণের নামে নিয়ে পাচার করে দিচ্ছে। ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে। এর বিরুদ্ধে কেউ কথা বললেই তার বিরুদ্ধে মামলা। কেউ প্রতিবাদ করতে পারবে, না কথা বলা যাবে না করলেই তার বিরুদ্ধে মামলা হয়, তাহলে এ দেশটা স্বাধীন করার কি দরকার ছিল।
শনিবার ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয়ের সামনে অসহায় ও দ্স্থুদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি।
ফখরুল আরো বলেন, বর্তমান সরকার ১৪ বছর ধরে আমাদের দেশ ও জনগণের বুকের ওপরে বসে আছে। এরা জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। তাদের সঙ্গে জনগণের কোনো সম্পর্ক নেই।
তিনি বলেন, সরকারদলীয় নেতাকর্মীরা নাশকতা, সন্ত্রাস করে দেশকে একটা শ্মশানে পরিণত করেছে। বেগম খালেদা জিয়া দেশের জন্য, গণতন্ত্রের জন্য আন্দোলন-সংগ্রাম করে গেছেন অথচ তাকে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে বাড়িতে আটকে রাখা হয়েছে। তার সঙ্গে সাধারণ সাধারণ কর্মীর মত আচরণ করা হচ্ছে, আজ তার জামিন হয় না। অপরদিকে হাজী সেলিম ও ক্যাসিনো সম্রাটের জামিন হয়েছে।
বিএনপি মহাসচিব বলেন, আমরাও নির্বাচন চাই, তবে নির্বাচনের আগে এই শেখ হাসিনা সরকারকে পদত্যাগ করতে হবে। আমরা সকল রাজনৈতিক দলকে নিয়ে যুগপৎ আন্দোলন শুরু করেছি। সেই আন্দোলনের মধ্যদিয়ে যদি আমরা জয়লাভ করতে পারি তাহলে আমরা একটা জাতীয় সরকার গঠন করবো। সেখানে সব দলগুলোর প্রতিনিধি থাকবে। সেখানে আমরা ২৭টি প্রস্তাব দিয়েছি, সেগুলো বাস্তবায়ন করতে চাই। আমরা গরীবদের জন্য প্রকল্প গ্রহন করবো। দুর্নীতিবাজদের বিরুদ্ধে কমিশন গঠন করবো। সম্পাদনা: সালেহ্ বিপ্লব
আরও সংবাদ
[১]মানুষ প্রতিটি হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচার চায়: জি এম কাদের [২]ছাত্রদের ৯ দফায় সমর্থন
[১]শিক্ষার্থীদের সঙ্গে সংঘাত এড়াতে নিজেদের কর্মসূচি বাতিল করেছি: ওবায়দুল কাদের
[১]শিক্ষার্থী বনাম সরকার গেইম খেলে ফায়দা লুটতে চায় একটি মহল: ওবায়দুল কাদের
[১]নির্যাতন যত বাড়বে, গণপ্রতিরোধ ততোই দুর্বার হবে: মির্জা ফখরুল
[১]শোকাবহ আগস্টের প্রথম দিন আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি
[১]জামায়াত নিষিদ্ধ নিয়ে মির্জা ফখরুল বললেন, স্বৈরাচার সরকাররা এ ধরনের সিদ্ধান্ত নেয়

[১]মানুষ প্রতিটি হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচার চায়: জি এম কাদের [২]ছাত্রদের ৯ দফায় সমর্থন

[১]শিক্ষার্থীদের সঙ্গে সংঘাত এড়াতে নিজেদের কর্মসূচি বাতিল করেছি: ওবায়দুল কাদের

[১]শিক্ষার্থী বনাম সরকার গেইম খেলে ফায়দা লুটতে চায় একটি মহল: ওবায়দুল কাদের

[১]নির্যাতন যত বাড়বে, গণপ্রতিরোধ ততোই দুর্বার হবে: মির্জা ফখরুল

[১]শোকাবহ আগস্টের প্রথম দিন আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি
